নারায়ণগঞ্জঃ সাত অপহরণ ও খুনের রেশ কাটতে না কাটতেই আবারও অপহরণ

নারায়ণগঞ্জঃ সাত অপহরণ ও খুনের রেশ কাটতে না কাটতেই আবারও অপহরণ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নারায়ণগঞ্জে সাত অপহরণ ও খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ঘটেছে অপহরণের ঘটনা। এবার অপহৃত হয়েছেন সৈয়দ সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তিনি সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেটের সামিয়া সুপার মার্কেটের মালিক। অপহরণকারীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। ১ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে অপহৃতের স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এদিকে সাইফুলের অপহরণের বিষয়টি জানামাত্রই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। অপহৃত সাইফুলের স্ত্রী আফরীন সুলতানা জানান, সাইফুলের সঙ্গে কারও কোন দ্বন্দ্ব ছিল না। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পরে দোকান বন্ধ করে বের হওয়ার পরে সানারপাড় বাসস্ট্যান্ড থেকে সে নিখোঁজ হয়। পরে দোকানের ম্যানেজার আব্দুল হান্নানের নিকট অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, জিডিতে ব্যবসায়ী সাইফুলের নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও অপহরণের বিষয়টি উল্লেখ ছিল না। তারা খোঁজ খবর নিচ্ছেন। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান জানান, তারা খোঁজ খবর নিচ্ছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মূলত ত্বকী হত্যার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিত খারাপ হতে শুরু করে। এরপর আর থেমে থাকেনি এ জেলায় খুন, গুম আর অপরহরণের মতো ঘটনাগুলো। এ শহরের বাতাসে প্রতিদিনই ভেসে বেড়াচ্ছে লাশের গন্ধ। শহরের প্রতিটা মানুষ রয়েছেন আতঙ্কের মধ্যে। সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলও মানুষের মধ্যে আশার কোনো আলো দেখাতে পারছে না। অপহরণের পর অক্ষত অবস্থায় বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিকীর ফিরে আসায় অনেকে কিছুটা আশার আলো দেখেছিলেন। তবে তার মাত্র সপ্তাহখানেক পরই দিনেদুপুরে সাত-সাতটা মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া ও পরে তাদের লাশ উদ্ধারের ঘটনায় আবার আশাহীন হয়ে পড়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষ।

নিজস্ব প্রতিনিধি