অবহেলিত ৬৪ ননক্যাডার কৃষি কর্মকর্তা
কাজী মাহফুজুর রহমান শুভ,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে এসে অবহেলিত হয়েছেন ৬৪ জন সাব এসিস্ট্যান্ট অ্যাগ্রিকালচার অফিসার (এসএএও)। ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অংশ নিতে ঢাকায় এসেছিলেন তারা। কিন্তু ক্যাডার কর্মকর্তাদের ভিড়ে প্রশিক্ষণে অংশ নিতে পারেননি এসব কৃষি অফিসার।
জানা যায়, কর্মশালায় অংশ নিতে সারাদেশে থেকে ৬৪ জন সাব এসিস্ট্যান্ট অ্যাগ্রিকালচার অফিসার (এসএএও) ডেকে নিয়ে আসা হয়। ননক্যাডার কর্মকর্তাদের অভিযোগ, তাদেরকে চিঠি দিয়ে প্রশিক্ষণে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হলেও তারা প্রশিক্ষণে নিতে পারেননি। এমনকি প্রশিক্ষণে অংশ নিতে তাদের রেজিস্ট্রেশনও করতে দেয়া হয়নি। ক্যাডার কর্মকর্তাদের ভিড়ে তাদের নাম প্রশিক্ষণের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর আগে গত ২২ এপ্রিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে দেশের ৬৪ জন এসএএও কে চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ৪-৫ মে দুইদিন ব্যাপী ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। ওই কর্মশালায় অংশ নিতে সংশ্লিষ্ট জেলার এসএএও অথবা তাদের প্রতিনিধিদের অংশ নিতে বলা হলো। ননক্যাডার কৃষি কর্মকর্তাদের অভিযোগ অস্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষি মো. আবু হানিফ মিয়া জানান, প্রশিক্ষণে এসএএও দের রেজিস্ট্রেশন না হওয়ার কোনো কারণ নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ৪ এপ্রিল (রোববার) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে দুইদিন ব্যাপী ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।