নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ  ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী নিয়ে নির্বাচনী জনসভায় মোদী আপত্তিকর মন্তব্য করায় এ দাবি জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষকে বিভক্ত করার জন্য নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা উচিত। এদিকে নির্বাচন কমিশনের নিকট মোদীর এই বক্তব্য খতিয়ে দেখতে আবেদন করেছেন সিপিএম নেতা বিমান বসু। অন্তত এই একটি ব্যাপারে তৃণমূলের মতোই শক্ত অবস্থান নিয়েছে সিপিএম।

উল্লেখ্য, গত সপ্তাহে এক নির্বাচনী জনসভায় মোদী বলেছিলেন, ১৯৪৭-এর দেশভাগের পরে যারা ভারতে এসেছেন তারা বিছানা-বেডিং বেঁধে রাখুন।১৬ মে’র পরে তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। এরপর রোববার বাঁকুরা তামলিবাঁধ স্টেডিয়ামের অন্য আরেকটি জনসভায় মোদী বলেন, বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা এখানে স্বাগত। তবে অনুপ্রবেশকারীদের ফিরে যেতেই হবে।

আন্তর্জাতিক ডেস্ক