বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশের চলমান অপহরণ-গুম-খুন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ৮ মে (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত উইলিয়াম হানা। তিনি বলেন, অপহরণ, খুন ও গুমের বিষয়ে ইইউ গভীরভাবে উদ্বিগ্ন। এসব বন্ধে কার্যকরী পদক্ষেপের দৃশ্যমান অগ্রগতি আশা করি। এ সময় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো বলেন, সম্প্রতি সুনামগঞ্জে নিখোঁজ হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিএনপির নেতা মুজিবর রহমান এবং তাঁর গাড়িচালককে খুঁজে বের করতে সরকারকে সব ধরনের ব্যবস্থা নিতে বলেছে ব্রিটেন। মুজিবর রহমানের পাশাপাশি দুই বছর আগে নিখোঁজ হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারকে অনুরোধ জানান তিনি।