ফের গ্রেফতার নীলাঃ এবার ৩ দিনের রিমান্ড
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের অন্যতম ঘনিষ্ঠজন ‘বান্ধবী’ হিসেবে পরিচিত সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিদ্ধিরগঞ্জের জুয়েল নামের এক যুবক হত্যা মামলায় নীলাকে ২৬ মে (সোমবার) সকালে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবিদ হোসেনের আদালতে শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন রিমান্ডের বিষটি নিশ্চিত করেছেন। জান্নাতুল ফেরদৌস নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, সকাল ৭টায় নীলাকে তার বাসা থেকে আটকের পর সিদ্ধিরগঞ্জ থানায় আনা হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নীলাকে সাত খুনের ঘটনায় গ্রেফতার করা হয়নি। তাকে ২০১৩ সালের ২৭ অক্টোবর সংঘটিত জুয়েল হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১৮ মে আলোচিত সাত হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে নীলাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।