তামাকের উপর উচ্চহারে কর বৃদ্ধি জরুরিঃ সেমিনারে বক্তরা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ তামাকজাত পণ্য ব্যবহারে বাংলাদেশেই প্রতিঘন্টায় ১৩৭ জন মানুষ তামাকজনিত ৮টি কঠিন রোগের (ফুসফুস ও মুখগহব্বরের ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোক, ডায়বেটিস, যা, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ ইত্যাদি) যে কোন একটি বা একাধিক রোগে আক্রান্ত হচ্ছেন। দেশে প্রতিদিন ৩২৮৮ জন এসব ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগে আক্রান্তদের চিকিৎসা করাতে প্রতিঘন্টায় ১৩৭টি পরিবার অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া তামাকজনিত রোগে এসব ভয়াবহ, জটিল, ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উৎপাদন তথা উপার্জন ক্ষমতা হারাচ্ছেন। উৎপাদন মতা হারানোয় জাতীয় উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ে। উপার্জন ক্ষমতা হারানোয় পরিবার একই সঙ্গে দু’রকমের সমস্যায় পড়ে। এক. সংশ্লিষ্ট আক্রান্ত ব্যক্তির উপার্জন বন্ধ ও চিকিৎসা ব্যয় নির্বাহ। এছাড়া প্রতিদিন দেশে ১৫৬জন মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাই ক্ষতিকর তামাকের ব্যবহার কমাতে উচ্চহারে কর আরোপের যৌক্তিকতা অস্বীকার করার উপায় নেই।
