বগুড়ায় চাঁদা না পেয়ে একটি কৃষি প্রতিষ্ঠানে হামলাঃ ৯০ হাজার টাকার ক্ষতিসাধন
চপল সাহা, বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার ধুনটে চাঁদা না পেয়ে শাহিন (৩৭) নামে এক ব্যক্তিসহ কতিপয় যুবক ডাইম কৃষি বাংলা লিমিটেডের ৯০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করেছে। এসময় ডাইম’র কর্মচারিরা বাধা দেয়ার চেষ্টা করলে শাহিন ও তার লোকজন কর্মচারি হারুন, সিদ্দিক ও মিন্টুকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ধুনটের মাটিকোড়া এলাকায় অবস্থিত ‘কৃষির উন্নয়নে কৃষকের পাশে’ এই শ্লোগান নিয়ে ডাইম আধুনিক কৃষি খামার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ শুরু করে। এরপর থেকেই শাহিনসহ কতিপয় যুবক প্রকল্প কর্মকর্তা ও কর্মচারিদের মৌখিক ও ফোনে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেলে প্রকল্পের উন্নয়নসহ নানা প্রকার ক্ষতি ও বাধা সৃষ্টি করবে। ২২ জুলাই (মঙ্গলবার) সকালে প্রকল্পের কর্মচারি হারুন, সিদ্দিক ও মিন্টু গাছের চারা রোপন করছিল। এসময় সেখানে শাহিনসহ কয়েকজন যুবক উপস্থিত হয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়। তখন প্রকল্পের কর্মচারিরা বাধা দেয়ার চেষ্টা করে। এতে শাহিন ও তার লোকজন খ্সিপ্ত হয়ে কর্মচারিদের অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্চিত করে চল্লিশ হাজার টাকার বিভিন্ন ধরনের চারা গাছ ও পঞ্চাশ হাজার টাকার ইটের দেয়াল ভেঙ্গে ক্ষতি সাধন করে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ডাইম কৃষি বাংলার ম্যানেজার হাসানুর রহমান হাসান বাদি হয়ে মঙ্গলবার ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার পর ঘটনাস্থলে এসআই সাইদুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি সরেজমিনে তদন্ত করেছেন। চারা গাছ কাটা ও ইটের দেয়াল ভাঙ্গার সত্যতা পাওয়া গেছে।