ইরানে বিমান বিধ্বস্তঃ নিহত ৪৮

ইরানে বিমান বিধ্বস্তঃ নিহত ৪৮

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানের অদূরে একটি বিমানবন্দরে দেশটির একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪৮ আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪০ জন যাত্রী, যার মধ্যে পাঁচজন শিশু এবং বাকি আটজন ক্রু। তেহরানের পশ্চিমে অবস্থিত মেহরাবাদ বিমানবন্দরে রোববার সকাল পৌনে ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। তেহরান থেকে বিমানটি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তাবাসের উদ্দেশে উড্ডয়ন করেছিল। কয়েক মুহূর্ত পরেই বিমানবন্দরের পাশে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৪০ জনের আরোহী ছিলেন। এদিকে প্রেস টিভির খবরে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটির নাম দ্য অন্টোনোভ-১৪০ (ইরান-১৪০)। এটি ইরানের নিজস্ব বিমান, যা অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করে।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা নিশ্চিত নয়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অনুসন্ধানকারী দল পাঠানো হয়েছে। তারা বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখছে। কয়েক বছরে ইরানের কয়েকটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটিতে পুরোনো ও লক্কড়ঝক্কড় বিমান ব্যবহার করে যাত্রী পরিবহনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন। এর আগে ২০১১ সালে ইরানের একটি বিমান ৭৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়। তুষারঝড়ের মধ্যে জরুরি অবতরণের সময় বিমানটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। ২০০৯ সালে ১৬৮ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে সব আরোহীই নিহত হয়। ২০০৩ সালে আরেকটি বিমান দুর্ঘটনায় ৩০২ আরোহী নিহত হয়। বিবিসির তথ্যে আরো বলা হচ্ছে, গত ২৫ বছরে ইরানের বিমানগুলো ২০০টির বেশি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক