বগুড়ার আদমদীঘিতে ১০ লক্ষাধিক টাকার হেরোইন সহ যুবক গ্রেফতার
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজশাহীর গোদাগাড়ী থেকে পায়ের সেন্ডেলের ভিতরে অভিনব কায়দার বহন করে ঢাকার উদ্দ্যেশে নেয়ার পথে ১৮ আগস্ট (সোমবার) বিকেল সাড়ে ৫ টায় মাদক দ্রব্য অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান আদমদীঘিতে বাস তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকার ১শ গ্রাম হেরোইন সহ মুরশালিন বাবু (২০) নামের এক যুবককে আটক করেছে। মুরশালিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশাল বাড়ীর মৃত মুসলিম উদ্দীনের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক দ্রব্য অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান জানান, মুরশালিন বাবু অবৈধ হেরোইন বহন করে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হয়েছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সোমবার আদমদীঘির ইন্দইল আশা ফিলিং ষ্টেশনের নিকট নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা গামী ঢাকা মেট্রো-ব ১৪-৪৯৫৩ নম্বরের শাহ ফতেহ আলী নামক বাস থামিয়ে তল্লাশি করে এ-১ নম্বর সিটে যাত্রী বেশে বসা মুরশালিন বাবুকে আটক করে তার পায়ের দুই সেন্ডেলের তলায় অভিনব কায়দায় রাখা ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১শ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে আটক মুরশালিনকে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়েছে।