শনিবার প্রধানমন্ত্রী পটুয়াখালী যাচ্ছেন
পটুয়াখালী প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামীকাল ২৫ ফেব্রুয়ারী (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাগর পাড়ের জেলা পটুয়াখালী যাচ্ছেন। ইতোমধ্যেই সকল প্রস্ত্ততি সম্পন্ন করা হয়েছে। নেয়া হয়েছে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, বেলা ১১টায় তিনি রাঙাবালী কে নতুন উপজেলা ঘোষনা করবেন এবং উপজেলা পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। স্থানীয় সুধী বৃন্দের সাথে মত বিনিময় করবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী কুয়াকাটায় পর্যটন কর্পরেশন এর ‘‘যুব পান্থ নিবাস’’ উদ্বোধন করবেন। পরে কুয়াকাটা পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন এবং কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন করবেন। সেখানেও প্রধানমন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন। বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী কলাপাড়া আন্ধারমানিক নদীর উপর ‘‘শেখ কামাল সেতু’’ হাজীপুর নদীর উপর ‘‘শেখ জামাল সেতু’’ এবং মহিপুর-আলীপুর নদীর উপর নির্মানাধীন ‘‘শেখ রাসেল সেতু’’র ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বেলা ৩টায় প্রধানমন্ত্রী কলাপাড়া এমবি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীকে বরন করতে সাগর পাড়ের জেলা পটুয়াখালী এখন সম্পূর্ন প্রস্ত্তত।