গণজাগরণ মঞ্চে পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ।। ডা. ইমরান আহত
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শাহবাগের মূল সড়কে অবস্থান নেয়া গণজাগরণ মঞ্চের কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে গণজাগরণ মঞ্চের কর্মীরা রাস্তার ওপর বসে পড়েন ও বিভিন্ন স্লোগান দেন। তাদের সঙ্গে সড়কে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়ায় বুধবার সকালে মিছিল করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি টিএসসি চত্বর হয়ে হাইকোর্টের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে শাহবাগে ফেরত আসে। উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়। এরপর রায়ের প্রতিবাদে মিছিল বের করেন তারা। এর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, রায় আশানূরুপ না হলে তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান নেয়া হবে।