গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেয়া আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার সর্বোচ্চ শাস্তি দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের একাংশ সন্ধ্যায় মশাল মিছিল করেছে। ২০ সেপ্টেম্বর (শনিবার) সাতটায় গণজাগরণ মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি টিএসসি হয়ে পুনরায়ে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। মিছিলে মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তারকে ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি জনার্দন দত্ত নান্টু, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল।
এই সমাবেশ থেকে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন মুখপাত্র ইমরান এইচ সরকার। কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার এবং শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান, শনিবার সন্ধ্যায় মশাল মিছিল, রোববার প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, সোমবার শাহবাগে মুক্ত সংলাপ, মঙ্গলবার `মুক্তির কথা` শিরোনামে অনুষ্ঠান, বুধবার প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি, বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ ও গণজাগরণ মঞ্চ নিয়ে তৈরি চলচ্চিত্র প্রদর্শনী এবং শুক্রবার প্রতিবাদী গণসমাবেশ।