প্রতিটি হাটে পশু রোগ পরীক্ষা করার উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কোরবানির পশুর দেহে ক্ষতিকর কোনো কিছু আছে কি না, তা রাজধানীর ১১টি প্রবেশপথসহ প্রতিটি পশুরহাটে পরীক্ষা করে দেখার উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণিসম্পদ অধিদপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে জানানো হয়, দেশের প্রতিটি জেলা, উপজেলার প্রধান প্রধান পশুরহাটে পশুর দেহে ক্ষতিকর কোনো উপাদন রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা।