গোপীবাগের ৬ খুন মামলাঃ ৪ আসামি রিমান্ডে

গোপীবাগের ৬ খুন মামলাঃ ৪ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর গোপীবাগের ছয় খুন মামলায় অন্য তিন মামলার চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। আসামি চারজন হলেন- জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ার। ২৪ সেপ্টেম্বর (বুধাবার) গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুয়াল খায়ের মাতুব্বর ওই মামলায় ৪ জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম ইউনূস খান চার দিনের হেফাজত মঞ্জুর করেন। আদালত পুলিশের উপ-পরিদর্শক রাকিব উদ্দিন জানান, এই চারজন রমনা থানার তিনটি মামলার আসামি। এর মধ্যে একটি সন্ত্রাসবিরোধী আইনের এবং বাকি দুটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে। চার আসামির মধ্যে একজনের পক্ষে আইনজীবী মো. মান্নান রিমান্ডের আবেদনের বিরোধিতা করলেও বিচারক তা আমলে নেননি।

উল্লেখ্য,গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চারতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মুরিদ সেজে ঢুকে কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার ছেলে সারোয়ার ইসলাম ফারুক ওরফে মনির, পীরের খাদেম মঞ্জুর আলম মঞ্জু, মুরিদ মো. শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিনিধি