লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যঃ ২৬ অক্টোবর হরতালের আশংকা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে আগামী ২৬ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। ১ অক্টোবর (বুধবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এছাড়া ইসলাম ধর্ম নিয়ে লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মাওলানা জাফরুল্লাহ খান বলেন, “লতিফ সিদ্দিকী ইসলাম বিরোধী এই বক্তব্য দিয়ে কুখ্যাত মুরতাদ সালমান রুশদি ও তসলিমা নাসরিনকেও হার মানিয়েছে।” তিনি আরো বলেন, “এই সরকার জনগণকে ধোকা দিয়ে মন্ত্রিপরিষদ থেকে সিদ্দিকীকে অপসারণ করেছে মাত্র। দেশবাসী জানে এটা চালাকির রাজনীতি। ইসলাম সম্পর্কে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার এবং এই বিষয়ে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি।”