গোলাম আযম মারা গেছেন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আযম মারা গেছেন। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন গোলাম আযমের পিএস আবুল কালাম আজাদ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূইয়া জানান, রাত ১০ টা ১০ মিনিটে গোলাম আযম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাত ১১টা ৫২ মিনিটে গণমাধ্যমের সামনে তিনি এ ঘোষণা দেন। এর আগে গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শাহবাগ থানার ওসি (তদন্ত) হাবিল উদ্দিনও জানিয়েছেন, গোলাম আযম মারা গেছেন।
রাত ১১টার দিকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার লাইফ সাপোর্ট খুলে দিতে বলেছেন তারা। চিকিৎসকরা বলেছেন, হাসপাতালের ফরমালিটিস শেষ করে লাইফ সাপোর্ট খুলে দেয়া হবে। তবে রাত ১১টার দিকে বিএসএমএমইউতে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, গোলাম আযম এখনো লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ফরমান আলী বলেন, যেহেতু চিকিৎসকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, সেহেতু এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এর আগে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে গোলাম আযমকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপরপরই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
গোলাম আযমের মৃত্যুর খবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।