প্রশাসনে রদবদল
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক গোপাল কৃষ্ণ ভট্টাচার্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব), অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মনোয়ার আহমেদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আহসানুল জব্বার জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।
এছাড়া কুস্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা (যুগ্মসচিব) মৃণাল কান্তি দেব সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।