দয়া করে চুপ থাকবেন না…
খুরশীদ শাম্মী: দেশে কিংবা বিদেশে বসবাসরত বাংলাদেশের এবং বাংলা ভাষার সকল লেখকদের প্রতি অনুরোধ, দয়া করে চুপ করে থাকবেন না। জাতি আজ বড় একটা দুঃসময় অতিক্রম করছে। দেশ স্বাধীনতার চার দশক পরে যখনই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হলো এবং সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহনের অযোগ্য ঘোষনা করা হলো, তখনি ইসলাম ধর্ম নামটির অপব্যবহার করে জামাত শিবিরের রক্ত পিপাসুরা শুরু করে লেখক এবং ব্লগারদের প্রতি হুমকি এবং পরবর্তিতে হত্যা। এবং হত্যার পরে বাংলাদেশের অধিকাংশ ধার্মিক মানুষদের মধ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে ব্লগাররা ইসলাম বিরোধী লেখা লিখে বলে তাদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের গ্রাম কিংবা মফস্বলের অধিকাংশ মানুষই হয়তো এটাই সত্য বলে ধরে নিবেন, কারণ বাস্তবে তারা জানেন না যে ব্লগার কথাটার অর্থ কি? অথবা কখন, কোন যুক্তিতে তাঁরা কি-ই-বা লিখেছিলেন? দেশের এমন অবস্থায় সর্বস্তরের লেখকদের সর্বপ্রথম কর্তব্য হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে ব্লগ এবং ব্লগার সম্পর্কে অবগত করা। “ব্লগ একটি ইংরেজী শব্দ। বাংলায় ব্লগ শব্দটির অর্থ, এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। যিনি ব্লগে লেখেন কিংবা পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা সাধারণত তাদের ওয়েবসাইটে যুক্তিসংগত বিষয় এবং যুক্তিযুক্ত লেখা লেখেন এবং আপলোড করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা এটি নিয়মিত আপডেট করেন। বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কিত ধারা বিবরণী বা খবর জানায়।”