সিরিয়ায় মোট সাড়ে সাত হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছেঃ লিন প্যাচকো
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ সিরিয়ায় গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাড়ে সাত হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
জাতিসংঘের রাজনৈতিক বিষয়-সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল লিন প্যাচকো জানিয়েছেন, সিরিয়ায় প্রতিদিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয় বলে তাঁদের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে। আর গত বছরের মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর অভিযানে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় সিরিয়ায় বেসামরিক লোকদের প্রাণহানির নতুন এ তথ্য জানানো হয়েছে। লিন প্যাচকো বলেন, ‘সেখানে মোট সাড়ে সাত হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।’ তবে সিরিয়ার সরকার দাবি করেছে, গত বছরের মার্চ থেকে শুরু হওয়া ‘সশস্ত্র সন্ত্রাসী’ তত্পরতায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে এক হাজার ৩৪৫ সদস্য নিহত হয়েছে। আর তাদের হিসেবে, এই সময়ে দুই হাজার ৪৯৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবারও সিরিয়ার বিভিন্ন অংশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সানডে টাইমসের আহত ফটোসাংবাদিক পল কনরয় সিরিয়া থেকে পালিয়ে লেবানন গেছেন। তবে সিরিয়ায় অবস্থানরত আরও বেশ কয়েকজন বিদেশি সাংবাদিকের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি। সিরিয়ার পরিস্থিতি নিয়ে আজ বুধবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে এক জরুরি বিতর্ক শুরু হয়েছে। ওই বিতর্কে মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই বলেছেন, সিরিয়ার মানবিক পরিস্থিতি দিন দিন মারাত্মক অবনতির দিকে যাচ্ছে। সেখানে ত্রাণ সাহায্য পৌঁছানোর লক্ষ্যে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এদিকে সিরিয়ায় চলমান হত্যাযজ্ঞের প্রতি ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন করে যুদ্ধাপরাধীর সংজ্ঞা নির্ধারণ করেছেন। তিনি জানিয়েছেন, সিরিয়ার নেতাকে যুদ্ধাপরাধী ঘোষণা করতে মার্কিন সিনেটে একটি শুনানি বিতর্কের আয়োজন করা হবে।