চট্টগ্রাম বিমানবন্দরে অগ্নিকাণ্ডঃ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে চট্টগ্রাম নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় ওই এলাকা অন্ধকার হয়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে ফ্লাইটের সিডিউল বিপর্যস্ত হয়ে গেছে। বহির্গামী পাঁচটি ফ্লাইট ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর টার্মিনালের অভিবাসন পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান মুন্সি জানান, শর্টসার্কিট থেকে সৃষ্ট ধোঁয়ায় বিমানবন্দরের টার্মিনাল এলাকা অন্ধকার হয়ে যায়। ধোঁয়ায় বেশ কয়েকজন শ্বাসকষ্টে ভোগেন। আগুন নেভাতে দমকল বাহিনীর নয়টি ইউনিট কাজ করে। এ ছাড়া সেখানে নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করেছেন।