প্রধানমন্ত্রী সারাসময়ই শুধু হত্যার কথা বলেন, এর আগে তিনি বলেছিলেন, আমাদের একজন কর্মী মারা গেলে আমরা দশজনকে হত্যা করবোঃ মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নয় আওয়ামী লীগই হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। আর সেজন্যই বর্তমান সরকারের তিন বছরে দেশে হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ খুন হয়েছে। খালেদা জিয়ার আহবানে আগামী ১২ মার্চ ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি (মহাসমাবেশ) সফল করার লক্ষে শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জাতীয় প্রতিনিধি সম্মেলনে দেয়া প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এজন্যই প্রধানমন্ত্রী রক্ত আর খুন ছাড়া কোন কিছু দেখেন না। সেজন্যই তিনি ৯৬’সালে ছাত্রলীগকে ১টা লাশের বদলে ১০টি লাশ ফেলার কথা বলেছিলেন। তিনি বলেন,আওয়ামীলীগ ৭১ সালে ক্ষমতায় এসে ৭২ থেকে ৭৫ পর্যন্ত ঢাকার আশ পাশের বহু এলাকায় গণহত্যা চালিয়েছিল। যার কথা মনে করে সে সময়ের মানুষ এখনও আঁতকে ওঠে। তিনি আরো বলেন, ‘এ আওয়ামী লীগ ৭২-৭৫ সালে যেভাবে মানুষকে হত্যা করেছিলো রাজপথে নামলে এখনো সেই হত্যার আর্তনাদ শোনা যায়। ওই সময়ে গ্রামে গ্রামে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিলো। তারা জেনোসাইড করেছিলো। শেখ মুজিবই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- আজ কোথায় সেই সিরাজ শিকদার? এতেই প্রমাণ হয় জাতীয়তাবাদীরা আওয়ামী লীগই জেনোসাইডে বিশ্বাস করে।’
‘বিএনপি ১২ মার্চ মহাসমাবেশের নামে দেশে জেনোসাইড সৃষ্টি করতে চায়’ মর্মে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সারাসময়ই শুধু হত্যার কথা বলেন। এর আগে তিনি বলেছিলেন, আমাদের একজন কর্মী মারা গেলে আমরা দশজনকে হত্যা করবো। তারাই হত্যার রাজনীতিতে বিশ্বাস করে।’
এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ড.রেদওয়ান আহমেদ, সৈয়দ দিদার বখত, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।