আর্থিক বাজারকে আধুনিকীকরণ করা হবে

আর্থিক বাজারকে আধুনিকীকরণ করা হবে

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম: অনন্তকালের জন্য সঞ্চয়পত্রের সুদের হার নির্দিষ্ট থাকতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৮ জুন (বুধবার) জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন।


অর্থমন্ত্রী বলেন, `সুদের হারের সঙ্গে মূল্যস্ফীতির গভীর সম্পর্ক রয়েছে। মূল্যস্ফীতি বাড়লে সুদের হার বাড়ে আর মূল্যস্ফীতি কমলে সুদের হার কমে। এ কারণে সঞ্চয়পত্রের সুদের বিষয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে।’


তিনি উল্লেখ করেন, ‘লক্ষ্যমাত্রার তুলনায় সঞ্চয়পত্র হতে অধিক ঋণ গ্রহণ করার ফলে সুদ বাবদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। যা সরকারের ব্যয় ব্যবস্থাপনার ওপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এই বাস্তবতার বিষয়টি আমি বিভিন্ন ফোরামে উত্থাপন করেছি।’ তিনি আরও বলেন, ‘জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণের কারণে কোনও পেনশনভোগী, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কেউ যাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।  আমরা চাচ্ছি সঞ্চয়পত্রের মাধ্যমে যে সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করা হচ্ছে, তা যেন সঠিক ব্যক্তিরা পায়। এজন্য আমরা এর একটি পুর্ণাঙ্গ তথ্য-ভাণ্ডার তৈরি করবো, যেখানে ক্রেতার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সঞ্চয়পত্রের তথ্যকে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি আর্থিক বাজারকে আধুনিকীকরণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

নিজস্ব প্রতিনিধি