টোকন ঠাকুরের নতুন কবিতা

টোকন ঠাকুরের নতুন কবিতা

সব কবিতার শিরোনাম লাগে না

>টোকন ঠাকুরঃ

রোদ তুই ছন্দ জানিস? মাত্রা মানিস?

সামান্য ফাঁক-ফুটো পেলেই ঢুকে পড়িস?

 

রোদ তোর আসার পথে দেখা হয়েছে কার কার সঙ্গে, বল?

মেঘরা ছিল কোন বৃত্তে, কথা হয়নি আমাকে নিয়ে?

 

পরিপার্শ্বের হাওয়া, কার কাছে তুই অক্ষরবৃত্ত শিখে হয়েছিস হিম?

কোন ছন্দে পাতা ঝরে? বলদ এবং বাঙলা বিভাগের

বিরাট অধ্যাপকের মধ্যে যবে এত অনুপ্রাস তবে এত মিল?

 

গান তুই হাওড়ের মাঠে শুয়েছিলি শীতকালে

তোর উসত্মাদ কোন কুলাঙ্গার খাঁ?

ধান তুই আমার শব্দে বোনা ফসল

মহাজন সাহিত্য সম্পাদক?

 

রোদ আজ সব খুলে বল, আমি তো তোকে জানি-

ড ফুলস্টপ না করেও তুই কেমনে কবিতা লিখিস

অচেনা মস্নান-মুখে?

 

জোশ জোশ!

চটি পড়েনি, কী নিরক্ষর!

থ্রি এক্স দ্যাখেনি

কী গ্রাম্য!

চড়ুই সেক্স করছে মহাসুখে…

 

প্রধান সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।