বিরোধীদলকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সুনিত বড়ুয়া,এসবিডি নিউজ24 ডট কমঃ বিরোধী দলের ডাকা ১২ মার্চের সমাবেশের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘গণতান্ত্রিক উপায়ে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার আপনাদের আছে; কিন্তু জনগণের জানমালের ক্ষতি করার কোনো অধিকার আপনাদের নেই। ওই দিন কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেবে না সরকার।’
মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ মার্চ (মঙ্গলবার) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই অনুষ্ঠান শেষে ৬৪ জন নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, গত ডিসেম্বর মাসে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার দোহাই দিয়ে বিরোধী দল দেশে অনাচার তৈরি করে। ফজরের নামাজের মধ্যেই যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে দেশে নাশকতামূলক কাজ শুরু করেছিল। একইভাবে মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে যুদ্ধাপরাধীদের বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত করেছে। তাদের ডাক দেয়া সমাবেশ জনগণ কখনোই সফল করবে না বলেও তিনি মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।