বিপিএলের পর্দা উঠছে আজ
এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। উত্তেজনাপূর্ণ এ আসরে পৃষ্ঠপোষকতা করছে ডেসটিনি-বৈশাখী। তিন ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে নাচে-গানে দর্শকদের মন ভরাবেন দেশি-বিদেশি শিল্পীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আসরের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর সবকিছুই ঠিক আছে। কিন্তু শঙ্কাটা অন্য জায়গায়। প্রায় শত কোটি টাকার এ আয়োজনটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি বলতে যা বোঝায় গতকাল বুধবার তার কোনো কিছুই ছিল না মিরপুর স্টেডিয়ামে। তাই এতদিন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যে আনন্দ মঞ্চ তৈরি করে রেখেছিল ক্রিকেটপ্রেমীরা, তা শেষ পর্যন্ত পন্ড না হয়ে যায় এই শঙ্কাই রয়েছেন অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান আজ হলেও ঘরোয়া ক্রিকেটের জৌলুসপূর্ণ আসরটির খেলা মাঠে গড়াবে পরের দিন থেকে। শুক্রবার প্রথম ম্যাচে মোকাবিলায় নামবে বরিশাল বার্নার্স ও সিলেট রয়েলস। ওই দিনই দ্বিতীয় ম্যাচে চিটাগাং কিংস লড়বে দূরন্ত রাজশাহীর বিপক্ষে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উত্তর দিকে মাঠের শেষপ্রান্তে তৈরি মাঝারি আকারের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। তারকাদের সাজ-সজ্জার ঘর হিসেবে মঞ্চের পেছনে সাময়িকভাবে একটি রুম তৈরি করা হয়েছে। এসব কাজ শেষ হলেও অনুষ্ঠান যে সুষ্ঠুমতে হবে এর কোনো গ্যারান্টি নেই। কারণ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে স্থানীয় কোম্পানি এসটিআর অ্যান্ড কোং-কে দায়িত্ব দিয়েছে বিপিএল। সূত্রে জানা গেছে, অনুষ্ঠান আয়োজনে কলকাতা, মুম্বাইয়ের একাধিক কোম্পানি মিরপুরে কাজ শুরু করেছে। উদ্বোধনী দিনে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোনো কোম্পানিই জানে না কার দায়িত্ব কী! সবচেয়ে বড় বিষয় দেশীয় তারকাদের রিহার্সেলের কথা ছিল বুধবার দিনে, কিন্তু পরে তা বদলে যায় রাতে। অন্যদিকে বিদেশি তারকাদের রিহার্সেলের নতুন সিডিউল করা হয়েছে গতকাল সকাল থেকে। পুরো অনুষ্ঠানটি কোনো কোম্পানি এককভাবে দায়িত্ব পালন করছে সে তথ্য অজানাই থেকে গেছে। সঠিক তথ্য কেউ বলতে পারছে না। ভারতীয় কোম্পানিগুলোর ঢাকায় নিয়ে আসা ছেলে-মেয়েরা জানে না কি করতে হবে! অথচ ঘণ্টার হিসেবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ব ক্রিকেট উপভোগ করবে! আর গতকাল রাত ১২টায় রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর হাতে মাঠ ছেড়ে দেয়ার কথা।
কি কি থাকবে উদ্বোধনী অনুষ্ঠানেঃ অনুষ্ঠানের শুরুতেই থাকছে একুশে সংগীত। এই একুশে সংগীত গাইবেন আইয়ুব বাচ্চু। এরপরই ভারতীয় শিল্পী শান ও বাপ্পী লাহিড়ী, আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিৎ বিপিএলের থিম সংগীত যৌথভাবে গাইবেন। সন্ধ্যার পর কৃত্রিম আলোতে দলগুলো মাঠে প্রবেশ করবে আর তখন মাঠে চলবে নৃত্য শিল্পীদের কসরত। পরের পর্বে বিসিবি সভাপতি, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার মঞ্চে রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে উঠে আসার আমন্ত্রণ জানাবেন। এরপর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাগত বক্তব্য রাখবেন। এরপর রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিপিএলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। রাষ্ট্রপতি ঘোষণার পর দেশি নৃত্যশিল্পী শিবলী আর নিপার নাচের পর শুরু হবে মিলার একক সংগীতানুষ্ঠান। পরের সিরিয়ালে দেশি ব্যান্ড দল মাইলস। এই পর্ব শেষ হলে ভারতীয় তারকা ঋতুপর্ণা সেন গানের সঙ্গে নাচবেন। আর এরপর আইয়ুব বাচ্চুর একক সংগীতানুষ্ঠান। সাকিব খান ও অপু বিশ্বাসের পারফরমেন্স, বাপ্পী লাহিড়ীর ও শানের একক সংগীতানুষ্ঠান, মালাইকা আরোরার খানের নাচ। লেজার শো এবং উদ্বোধনী অনুষ্ঠানের শেষ আকর্ষণ আতশবাজি।