উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁশলে এখন ঢাকায়ঃ শুক্রবার সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে গান করবেন তিনি

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁশলে এখন ঢাকায়ঃ শুক্রবার সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে গান করবেন তিনি

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ‘ইটারনাল আশা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁশলে।  ৭ মার্চ (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ম্যাকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান আশা ভোঁশলের ঢাকায় পৌঁছার ব্যাপারটি নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে গান করবেন আশা ভোঁশলে। তাঁর সঙ্গে আরও থাকবেন সুদেশ ভোঁশলে। আশা ভোঁশলের সঙ্গে বিভিন্ন দ্বৈত কণ্ঠের গানে অংশ নেবেন তিনি।

জানা গেছে, মঞ্চে আশা ভোঁশলেকে শুভেচ্ছা জানাবেন বাংলাদেশের গুণী কণ্ঠশিল্পী রুনা লায়লা। এই দুজনের একটি দ্বৈত গান গাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। আয়োজক প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, আগামী শুক্রবার আর্মি স্টেডিয়ামের কনসার্টে অংশ নিতে পাঁচ সদস্যের একটি দল এরই মধ্যে ঢাকায় এসেছে। তবে সুদেশ ভোঁশলেসহ বাকি চৌদ্দজনের যন্ত্রীদল কাল বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছবে। এদিকে ‘ইটারনাল আশা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য কাল বেলা ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আর্মি স্টেডিয়ামে আয়োজিত আশা ভোঁশলের এই কনসার্টটি একসঙ্গে ১২ হাজার দর্শক উপভোগ করতে পারবেন। আর্মি স্টেডিয়ামে ‘ইটারনাল আশা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টের বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। কনসার্টে প্লাটিনাম টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ হাজার টাকা, গোল্ড পাঁচ হাজার, সিলভার তিন হাজার ও গ্যালারি দুই হাজার টাকা।

উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠানটি গত বছরের ১৮ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রায়ান অ্যাডামসের কনসার্টের আয়োজন করেছিল।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।