বিটিভি’র নয়া মহা পরিচালক ম.হামিদ
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ সকল জল্পনা কল্পনা শেষ করে অবশেষে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদই হলেন বাংলাদেশ টেলিভিশনের মহা পরিচালক। তথ্য মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সুত্র খবরটি নিশ্চিত করেছে। গতকালই এ বিষয়ে ম. হামিদ চুড়ান্ত খবর পান। তবে এ ব্যাপারে এখনই কোন মন্তব্য করতে সম্মতি জানাননি ম. হামিদ। কারণ এখনো সে চুক্তিপত্র তার হাতে এসে পৌঁছায়নি। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ টেলিভিশন মহা পরিচালক হিসেবে ম. হামিদকে পাচ্ছেন। তবে তিনি কবে সেখানে যোগদান করবেন এ ব্যাপারে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। ম. হামিদ গত বছরের ১১ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করে চরচ্চিত্রেরই সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন। তিনি নিজেও সেখানেই কর্মব্যস্ত হয়ে উঠেছিলেন। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের জন্য তিনি বেশ কিছূ গতিশীল পরিকল্পনাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেখানে আর থাকা হচ্ছেনা। ম. হামিদ ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন প্রযোজক হিসেবে যোগদান করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি সেখানে পরিচালক হিসেবে হিসেবে কাজ করে অবসরে যান। পরবর্তীতে বৈশাখি টেলিভিশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কয়েকমাস এবং আরটিভিতে সিইও হিসেবে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে থাকাকালীন সময়েই তিনি ডকুমেন্টারি নির্মাণের জন্য তিনি ১৯৮২ সালের ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৯৮৬ সালে ডকুমেন্টারি নির্মাণের জন্যই বার্লিন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। বাচসাস থেকে তিনি পেয়েছেন আজীবন সম্মাননা। এছাড়া আরও অসংখ্য দেশী বিদেশী পুরষ্কারে তিনি ভূষিত হয়েছেন।