ভোলায় সংঘর্ষে নিহত ৪, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।ফেসবুক পোস্ট ঘিরে মুসল্লি-পুলিশ সংঘর্ষে হতাহতের ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে ধর্ম অবমাননার অভিযোগে এক সংখ্যালঘুর বিচারের দাবিতে ‘তৌহিদী জনতার’ কর্মী ও সমর্থকরা বিক্ষোভ বের করে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ বর্ডার গার্ড কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, হেলিকপ্টারযোগে বিজিবি সদস্যদের সেখানে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগে শনিবার সন্ধ্যায় পুলিশ বিপ্লব চন্দ্র নামে এক যুবককে আটক করে। বিপ্লব চন্দ্রের বিচারের দাবিতে শনিবার বোরহানউদ্দিনে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই দাবিতে আজ রেববার সকাল নয়টায় বিক্ষোভের ডাক দেয় ‘তৌহিদী জনতা’। এ সমাবেশের জন্য পুলিশ অনুমতি দেওয়ার আগেই তারা মাইকিং করে। পরে সমাবেশের জন্য পুলিশ অনুমতি না দিলেও সকাল নয়টা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে। মিছিল করতে না পেরে সেখানেই অবস্থান শুরু করেন আয়োজকেরা। পরে পুলিশ ‘বাটামারা পীর সাহেব’ মাওলানা মহিবুল্লাহকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন এবং তাকে ঈদগাহ জামে মসজিদের দোতলায় নিয়ে যান। ওই সময় গুঞ্জন ওঠে, মাওলানা মহিবুল্লাহকে পুলিশ আটক করেছে। এ গুঞ্জন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বোরহানউদ্দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।