জাপানের সম্রাটকে বাংলাদেশে আমন্ত্রণ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ২০২২ সালে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সম্রাট নারুহিতো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহন করার পর তার দেয়া নৈশভোজে রাষ্ট্রপতি এ আমন্ত্রণ জানান।
মঙ্গলবার দুপুরে টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনের মধ্যদিয়ে জাপানের ‘তাকামিকুরা’ (চন্দ্রমল্লিকা) সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো। এর মধ্যদিয়ে তিনি অভিষিক্ত হন জাপানের ১২৬তম সম্রাট হিসেবে। রাতে ইমপেরিয়াল প্যালেসে বিদেশি রাষ্ট্রপ্রধান-সরকার প্রধান ও অতিথিদের সম্মানে নৈশভোজ হয়। রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম অনুষ্ঠানস্থলে পৌঁছালে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো তাদের অভ্যর্থনা জানান।
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নৈশভোজে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমাদের রাষ্ট্রপতি। বুধবার সন্ধ্যায় টোকিওর নিউ ওতানি হোটেলে জাপানের প্রধানমন্ত্রীর শিনজো আবের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন রাষ্ট্রপতি হামিদ।