বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের জয়লাভ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো সভাপতি পদে মিশা ও সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন। এছাড়া এ প্যানেলের সবাই ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
সহ-সভাপতির পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে আরমান সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে চিত্রনায়ক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ফরহাদ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, সুব্রত, জ্যাকি আলমগীর এবং ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যকরি পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১৪ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ। গতকাল সকাল ৯টায় বিএফডিসিতে ভোট গ্রহণ শুরু হয় এবং তা শেষ হয় বিকাল ৫টা ২৬ মিনিটে। উন্মুক্তভাবে ভোট গণনা করা হয়।
২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৪৯। কাস্ট হয়েছে ৩৮৬টি ভোট।