স্বেচ্ছাচারী কবিতার প্রতি তুমি আজও
স্বেচ্ছাচারী কবিতার প্রতি তুমি আজও
খালেদ হোসাইন:
…
আমি জানি স্বেচ্ছাচারী কবিতার প্রতি তুমি আজও
ঝুঁকে আছ হিজলগাছের মতো জলের কিনারে
প্রণয়ের মতো তুমি কবিতায় জবর-দখল
চেয়েছ দিনের প্রান্তে অযাচিত নীলিমার কাছে
…
আমি জানি অলঙ্কারে কখনও আসক্ত নও তুমি
উপমা বা চিত্রকল্প অনুপ্রাস তোমার মনের
দরোজায় কড়া নাড়ে ততটুকু সাধ্য তার নেই
ছন্দ নয় তুমি চাও বিস্ফোরণ অথবা করোটি
…
অধিকন্তু বেদনায় সাপের বিষের মতো নীল
আমি জানি তুমি চাও ঘরের ভেতরে মহাকাশ
ভিউ-ফাইন্ডারে কারো মুখের অনন্ত গোধূলিকে
জলের কাছেও তুমি তৃষ্ণা চাও পাহাড়ের বুকে
…
সমুদ্রকে, সবুজ উঠোনে শিশিরের করতালি—
হীনযান ও মহাযানে অন্ধকার বিচরণ শেষে।