স্বেচ্ছাচারী কবিতার প্রতি তুমি আজও

স্বেচ্ছাচারী কবিতার প্রতি তুমি আজও

স্বেচ্ছাচারী কবিতার প্রতি তুমি আজও 

খালেদ হোসাইন:     
আমি জানি স্বেচ্ছাচারী কবিতার প্রতি তুমি আজও 
ঝুঁকে আছ হিজলগাছের মতো জলের কিনারে
প্রণয়ের মতো তুমি কবিতায় জবর-দখল
চেয়েছ দিনের প্রান্তে অযাচিত নীলিমার কাছে
আমি জানি অলঙ্কারে কখনও আসক্ত নও তুমি
উপমা বা চিত্রকল্প অনুপ্রাস তোমার মনের
দরোজায় কড়া নাড়ে ততটুকু সাধ্য তার নেই
ছন্দ নয় তুমি চাও বিস্ফোরণ অথবা করোটি
অধিকন্তু বেদনায় সাপের বিষের মতো নীল
আমি জানি তুমি চাও ঘরের ভেতরে মহাকাশ
ভিউ-ফাইন্ডারে কারো মুখের অনন্ত গোধূলিকে
জলের কাছেও তুমি তৃষ্ণা চাও পাহাড়ের বুকে 
সমুদ্রকে, সবুজ উঠোনে শিশিরের করতালি—
হীনযান ও মহাযানে অন্ধকার বিচরণ শেষে।

এসবিডি নিউজ ডেস্ক