প্রেম পিপাসা
প্রেম পিপাসা
শাতি ইফফাত
***************************************************************
…
আমার জীবন ভেসে গেছে জলের স্রোতে
বুকের ভিতর খরা,
নামতে দিও প্রভু আমার
প্রেমের জলধারা।
…
বসন্তের ফুলের মেলায় লগ্নি করা প্রেম,
ফিরে গেছে জোছনা-ধোয়া অন্ধকারের কাছে
আমার এক জীবনের শত চাওয়া
মিলায় এসে পূব আকাশের দ্বারে।
…
অথই নদী থৈ থৈ জল,
পিপাসায় পান করেছি সেখান থেকে এক আঁজলা তুলে
আমায় দিও একটি নাকফুল।
সুন্দরের মাঝে অসুন্দর তুমি
আমার ছিল ছেলেবেলার ভুল।
কৃতকর্মে গেছে সবি গুরুজনে বলে
ভেবেছ কি? আমার এখন চন্দ্রকলা চলে।
…
পবিত্র নামের শ্যামাঙ্গী বধ, অসূর্যম্পশ্যা
ভ্রমর-চঞ্চল ডানায় যেন বাতাস লড়ে পাঞ্জা,
পাহাড় চাই না আকাশ চাই
সাগর নয় ঘাসফুল চাই
সন্ধ্যাবেলায় ঘরের কাছে
ডালিমফুলের বাতাস চাই।
…
_______________________________________________________