অসাধারণ ও লাস্যময়ী আলিয়া
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: সম্প্রতি সউদী আরবের রাজধানী রিয়াদে জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নজর কাড়লেন এই বলিউড অভিনেত্রী। অনুষ্ঠানে আলিয়া অনন্য অসাধারণ ও লাস্যময়ী রূপে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করে দেন। ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশ নেয়া আলিয়ার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাহারি কালারের শাড়িতে উপস্থিত হয়েছিলেন আলিয়া। এদিন তিনি পরেন অফ-শোল্ডার ব্লাউজ। অর্ধেক খোলা চুল সাথে কানে বড় দুল। ফটোগ্রাফারদের সামনে হাস্যোজ্জ্বল আলিয়াকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। আলিয়া মঞ্চে হাজির হয়েছিলেন অনারারি এন্টারটেইনমেন্ট মেকারস অ্যাওয়ার্ড নিতে।
মঞ্চে উঠে ট্রফি হাতে আলিয়া বলেন, ‘সিনেমার জন্য, আমাদের সবাইকে এক ছাদের নিচে আনতে যে দেশ (সউদী আরব) এত কিছু করছে, সেই দেশে আসতে পারাটা সৌভাগ্যের। এমন এক অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ।’