২৬১ কোটি টাকা সহায়তা দেবে জার্মানি
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাঁচ প্রকল্পে ২২.১৭ মিলিয়ন ইউরো বা ২৬১ কোটি টাকা সহায়তা দেবে জার্মানি। গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জার্মানির কারিগরি সহযোগী সংস্থা ‘গিজ’ সহায়তা দেয়ার পাঁচটি চুক্তি করেছে। পাঁচটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প শিক্ষার উন্নয়নে আর বাকি চারটিই দক্ষতা উন্নয়নের জন্য।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও জার্মান সরকারের পক্ষে গিজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আন্দ্রেস কুক চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে টেক্সটাইল খাতের উন্নয়নে ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল টেক্সটাইলস (হেলড)’ শীর্ষক প্রকল্পে ৭৭ লাখ ৮০ হাজার ইউরো সহায়তা দেয়ার চুক্তি হয়েছে। প্রকল্পটি হাতে নেয়ার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, টেকসই করপোরেট ব্যবস্থাপনার মাধ্যমে টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ বিশেষজ্ঞ এবং পরিচালকদের দক্ষতা জোরদার করা।