কুয়াকাটায় পর্যটক বাড়ছে

কুয়াকাটায় পর্যটক বাড়ছে

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক হুমকির মুখে পরেছিল দেশের পর্যটন শিল্প। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক না যাওয়ায় অধিকাংশ ব্যবসায়ীরা রয়েছেন অর্থনৈতিক ক্ষতিতে। এ অবস্থায় হালকা শীতের আমেজ শুরু হওয়াতে কুয়াকাটায় বাড়ছে পর্যটক। আর তাতেই স্বস্তি প্রকাশ করছেন পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরা।

শুক্রবার (১ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা যায় পর্যটকদের বাড়তি উপস্থিতি। সৈকতে নামতেই দুদিকে দেখা যায় গোসল আর উল্লাসে মেতেছে নানা বয়সী হাজারো পর্যটক। শুধু সৈকতই নয়, কুয়াকাটার সকল দর্শনীয় স্থানগুলোতেই চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা গেছে পর্যটকদের। এতে করে প্রাণচাঞ্চল্য ফিরেছে সাগরকন্যা কুয়াকাটায়। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ।

অন্যদিকে, পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততা দেখা গেছে কুয়াকাটার সব রেস্তোরাঁসহ পর্যটন-নির্ভর সকল ব্যবসাপ্রতিষ্ঠানে। হোটেল-মোটেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের আবাসিক হোটেলে বুকিং ভালো আছে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে। তাদের আশা এখন থেকে এভাবে পর্যটকদের আনাগোনা থাকলে খুব শিগগিরই তারা সংকট কাটিয়ে উঠতে পারবে।

এসবিডি নিউজ ডেস্ক

Related articles