বিক্রান্তের পোস্টকে ঘিরে হইচই

বিক্রান্তের পোস্টকে ঘিরে হইচই

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: সবাইকে অবাক করে দিলেন ‘টুয়েল্ভথ ফেইল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। না, এবার অভিনয় দিয়ে নয়। ৩৭ বছর বয়সী এই অভিনেতার অবসরের সিদ্ধান্তে হতবাক হয়ে গেল তার ভক্ত-অনুরাগীরা। ২ ডিসেম্বর (সোমবার) সামাজিক মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেতা লিখেছেন, “গত কয়েক বছর ধরে দারুণ সময় কাটাচ্ছি। আমাকে যারা সব সময় সমর্থন করে এসেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমি একজন স্বামী, বাবা, সন্তান ও অভিনেতা হিসেবে উপলব্ধি করেছি যে আমার নতুন করে শুরু করার পালা এসেছে, আর এসেছে বাড়ি ফেরার সময়।”

বিক্রান্ত বর্তমানে ‘ইয়ার জিগরি’ ও ‘আখোঁ কী গুস্তাখিয়াঁ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই দুটি ছবি প্রসঙ্গে অভিনেতা তার ইন্সটাগ্রাম পোস্টে জানান, “২০২৫-এ আমাদের শেষ দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ।”

বিক্রান্তের এই পোস্টেই রীতিমতো হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। শুভাকাঙ্ক্ষীদের অনেকেই তাকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ করেছেন। অথচ কিছুদিন আগেই বিধু বিনোদ চোপড়ার ‘জিরো সে রিস্টার্ট’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বিক্রান্ত। এই ছবিতে তার অভিনয় করার কথা। অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে বিক্রান্ত হয়তো ‘জিরো সে রিস্টার্ট’-এর প্রচারণা করছেন। আবার অন্যদিকে অনেকে মনে করছেন, নিজের পরিবারকে নিরাপদ রাখতেই হয়তো তার এই সিদ্ধান্ত।

সম্প্রতি ‘দ্য সবরমতি রিপোর্ট’ সিনেমাটি মুক্তির পর থেকে নানা হুমকি দেওয়া হচ্ছে বিক্রান্তকে। এমনকি তার ১০ মাসের ছেলেকে জড়িয়েও দেওয়া হয়েছে হুমকি। এই ছবিতে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। নানা অনুমানের মাঝে কোনটি সত্যি তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার এই ঘোষণা সত্যিই অভিনয় থেকে বিদায় না সাময়িক বিরতি, তা সময়ই বলে দেবে।

বিনোদন ডেস্ক