মেসির ম্যাজিক
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: মেসির ম্যাজিকে প্রাক মৌসুমের ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই মহাতারকার পাশাপাশি এদিন গোল পেয়েছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর। উত্তর হন্ডুরাসে স্থানীয় সময় রাত আটটায় ম্যাচটি শুরু হয়।
২৭ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে মেসির পা থেকে। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সুয়ারেজ। বল পাস করে দেন মেসির কাছে। এরপর বল খুব সহজেই জড়িয়েছেন প্রতিপক্ষের জালে। প্রথমার্ধের বাকি সময়ে মেসির সহায়তায় রডোনডো এবং নোয়াহ অ্যালেন গোল করেন ।
দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাঝে স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। বেঞ্জামিন ক্রেমাশ্চির বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। আর ৭৯ মিনিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন সেইলর।