চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিতঃ আটক ৮
চট্রগ্রাম প্রতিনিধি, এসবিডি নিউজ২৪ ডট কমঃ চট্টগ্রাম মহানগরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতাল। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলে। হরতালে পিকেটিংয়ের সময় বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে শিবিরের দুজন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সংগঠনটি হরতালের ডাক দেয়। সকাল থেকে শিবিরের কর্মীরা নগরের বিভিন্ন জায়গায় গোপন অবস্থান নিয়ে ঝটিকা পিকেটিং চালান। তাঁরা নগরের চকবাজার, ইপিজেড হাসপাতাল গেট, আন্দরকিল্লা, চান্দগাঁও ও মুরাদপুর এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে দু-একটি গাড়ি ভাঙচুর করে আবার লুকিয়ে পড়ে। শেষ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশাসহ আট-নয়টি বাস ভাঙচুরের খবর পাওয়া গেছে। পিকেটিংয়ের সময় নগরের পাহাড়তলি থানা পুলিশ চারজনকে, কোতোয়ালি থানা পুলিশ একজনকে, পাঁচলাইশ থানা পুলিশ দুজনকে এবং গোয়েন্দা পুলিশ একজনকে আটক করে।
নগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানভীর আরাফাত শিবিরের ঝটিকা পিকেটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হরতাল চলাকালে নগরের বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকলেও দুপুর ১২টার সব দোকানপাট খুলতে শুরু করেছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে। স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদেও অন্য দিনের তুলনায় ব্যস্ততা কম দেখা গেছে।