ঢাকা কলেজের সামনে গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ২৬ মার্চ (সোমবার) রাতে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় ঢাকা কলেজের সামনে গাড়ি ভাংচুর করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ২৭ মার্চ (মঙ্গলবার) সকাল সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তাৎক্ষণিকভাবে ঐ এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
উল্লেখ্য, সোমবার রাতে নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজের ছাত্র এসএম জাকারিয়া ডালিম (২৬) সেফটি পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয়। এ ঘটনায় চালকসহ ঘাতক বাসটি আটক করে পুলিশ।
নিউমার্কেট থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, বিক্ষুদ্ধ ছাত্ররা রাস্তায় নেমে ৪/৫ টি গাড়ি ভাংচুর করে করে ও রাস্তা অবরোধ করে। সে সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘাতকের বিচারের প্রতিশ্রুতি দিলে গাড়ি ভাংচুর বন্ধ করে রাস্তায় অবস্থান নেয় ছাত্ররা।