এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতিঃ তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য কমিটির সদস্য শাহ আলমকে আহবায়ক এবং হুইপ মির্জা আজম ও কাজী ফারুক কাদেরকে সদস্য করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে উপকমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অনিয়মের অভিযোগ উত্থাপন করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান বিশেষ ছয়টি প্রতিষ্ঠানকে এবতেদায়ী ও দাখিল-স্তরের বই ছাপার কাজ পাইয়ে দেয়ার উদ্দেশ্যে অপ্রয়োজনীয় শর্ত আরোপ করে দরপত্র আহ্বান করেছেন।
সংসদীয় কমিটিকে দেয়া সমিতির চিঠিতে বলা হয়, এবতেদায়ী ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য এনসিটিবির আহবানকৃত বর্তমান দরপত্র বাস্তবায়িত হলে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির দুই হাজার মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত ২ লাখেরও বেশি কর্মচারী বেকার হয়ে যাবে। দরপত্রটি বাতিল করে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সঙ্গে আলোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে পুনরায় দরপত্র আহবানের সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, এনসিটিবি যে দরপত্র আহ্বান করেছে, তাতে একতরফাভাবে কয়েকটি প্রতিষ্ঠান লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে বেশির ভাগ প্রতিষ্ঠান। সে জন্য কমিটি বর্তমান দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সুপারিশ করেছে। মুদ্রণ শিল্প সমিতির অভিযোগে বলা হয়েছে, এনসিটিবির দরপত্রে ওয়েব প্রিন্টার্সের মাধ্যমে বই ছাপানোর কথা বলা হয়েছে। এই শর্তের কারণে দুই হাজার প্রতিষ্ঠানের পক্ষে দরপত্রে অংশ নেয়া সম্ভব হবে না। দুই হাজার মুদ্রণ প্রতিষ্ঠান কাজ না পেলে বেকার হয়ে যাবে দুই লাখ শ্রমিক।