পরলোকে সাংবাদিক মিনার মাহমুদ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ 24 ডট কমঃ পরলোকে সাংবাদিক মিনার মাহমুদ। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ঢাকা রিজেন্সী হোটেলের একটি কক্ষ থেকে ২৯ মার্চ (বৃহস্পতিবার) বিকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাসান জানান, হোটেলের সপ্তমতলার ৭০২৮ নম্বর কক্ষের টেবিলের ওপর কাৎ হওয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ তাৎক্ষণিভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরার একটি বাসায় তিনি থাকতেন। গতকাল বুধবার সকাল নয়টায় তিনি বাসা থেকে বের হন। এরপর সারা দিন তাঁর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার খিলক্ষেত এলাকার রিজেন্সি হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রিজেন্সির ম্যানেজার আরিফা আফরোজ বিষয়টি স্বীকার করে জানান, মৃত্যুর আগে তার কক্ষে ৬ পৃষ্ঠার একটি নোট লিখে গেছেন।
উল্লেখ্য, মিনার মাহমুদ আশির দশকের আলোচিত সাময়িকী বিচিন্তার সম্পাদক ছিলেন।
মিনার মাহমুদের ভাই মেহেদি হাসান বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম দাঁড় করানোর জন্য ভাইয়া অনেক কিছু করেছেন। কিন্তু ভাইয়া শেষ পর্যন্ত কোথাও জায়গা পাচ্ছিলেন না। তাঁর অনেক ক্ষোভ ছিল। এসব ক্ষোভ থেকেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন।’
প্রবীণ সাংবাদিক মিনার মাহমুদের মৃত্যুতে এসবিডি নিউজ24 ডট কম এর পক্ষ্য থেকে গভীর শোক জ্ঞাপন করা হচ্ছে।