মিনার মাহমুদের ময়নাতদন্ত সম্পন্ন।। মরদেহ স্ত্রীর কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদের ময়নাতদন্ত ৩০ মার্চ (শুক্রবার) দুপুরে সম্পন্ন হয়েছে। তার মরদেহ স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ ৩০ মার্চ (শুক্রবার) সাংবাদিকদের বলেন, বিষক্রিয়ায় মিনার মাহমুদের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। ভিসেরা টেস্টের জন্য তার রক্ত, হৃদপিণ্ড, ডিএনএ ও অন্যান্য নমুনা রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার খিলক্ষেত এলাকার হোটেল ঢাকা রিজেন্সি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তার লেখা পাঁচ পৃষ্ঠার একটি চিঠিও উদ্ধার করেছে পুলিশ যেখানে তিনি আত্মহত্যার কথা উল্লেখ করেছেন। এই চিঠিতে মিনার মাহমুদ ১৮ বছর পর নতুন আশা নিয়ে দেশে ফিরে এসে কিছু করতে না পারার হতাশার কথা লিখেছেন।