ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৪৬তম সমাবর্তন অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৪৬তম সমাবর্তন অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে  ৩১ মার্চ (শনিবার) শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন অনুষ্ঠান। এ উপলক্ষে উত্সবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা ক্যাম্পাসে। সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় এই সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীরা। সমাবর্তন শোভাযাত্রা শেষে বেলা সাড়ে ১১টায় শুরু হয় মূল অনুষ্ঠান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ জিল্লুর রহমান এতে সভাপতিত্ব করছেন। এবারের সমাবর্তন বক্তা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব প্যাসকেল ল্যামি।
সমাবর্তনে অংশগ্রহণ করছেন ১৬ হাজার ৮২৬ জন গ্র্যাজুয়েট, পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ১০০ জন ও এমফিল ডিগ্রিপ্রাপ্ত ৫৩ জন। ৫৮ জন স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী-গবেষক পাবেন ৬২টি স্বর্ণপদক। প্রায় তিন হাজার অতিথি অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে সমাবর্তনে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ২০ হাজার।

নিজস্ব প্রতিনিধি