পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত
খন্দকার দেলোয়ার জালালী, পটুয়াখালী থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ পটুয়াখালীতে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ৩১ মার্চ (শনিবার) বেলা দেড়টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে রিসিভ করতে গিয়ে তারা সংর্ঘষে জড়িয়ে পরে।
আহতরা জানায়, আলতাফ হোসেন চৌধুরীর আগমন উপলক্ষ্যে যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম লিটন গ্রুপ লেবুখালী ফেরীঘাট থেকে চৌধুরীকে এগিয়ে নিয়ে আসে। ঘটনাস্থলে পৌছলে আহবায়ক মশিউর রহমান খান গ্রুপ লিটন গ্রুপের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুত্বর আহত জসিম উদ্দিনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা যুবদল যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম লিটন জানান, যুবদল আহবায়ক মশিউর রহমান খান এর নেতৃত্বে তার সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। ধারলো রামদা ও লাঠি সোটার আঘাতে সে নিজেও আহত হয়েছে। এছাড়া রাসেল, শাহিন, হেমায়েত, সুমন, রুহুল আমিন, রফিক সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। হাসপাতালে ভর্তি জমিসের মাথায় দারালো রামদা’র কোপ লেগেছে, তার মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিত হয়ে এসেছে।