বিমান বাঁচাওঃ ১৬ই এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষনা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী ১৬ই এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষনা দিয়েছে বিমান বাঁচাও ঐক্য পরিষদ। এদিন ভোর ছয়টা থেকে এই কর্মসূচী শুরু হবে। বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের লাউঞ্জে কর্মীদের অবস্থান ধর্মঘট থেকে ৩ এপ্রিল এই ঘোষণা দেয়া হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিমান বাঁচাও ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন।
কর্মবিরতি চলাকালে সারা বিশ্বে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হবে। অভ্যন্তরীন রুটেও বিমান চলবে না। ধর্মঘটকারীরা বলাকার সামনে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা পোড়ায়। বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা বিমান বাঁচাও ঐক্য পরিষদেরর ব্যানারে ৫ই মার্চ থেকে আন্দোলন করে আসছেন।