প্রবল জোয়ারে প্লাবিত পটুয়াখালী

প্রবল জোয়ারে প্লাবিত পটুয়াখালী

খন্দকার দেলোয়ার জালালী, পটুয়াখালী থেকে, এসবিডি নিউজ24 ডট কমঃ নিন্মচাপের প্রভাবে পটুয়াখালীতে স্বাভাবিক জোয়ারের থেকে ৩-৪ ফুট বেশি পানি ওঠায় শহর রক্ষা বাধের ভেতরে পানি ঢুকে অনেক এলাকা প্লা্বিত হয়েছে । নদীতে উত্তাল ঢেউ থাকায় নৌ যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে সকালে কিছু সময়ে বৃস্টি হওয়ায় শহর বাশীকে চরম ভোগান্তিতে পরতে হয়েছে। জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে প্রবল জোয়ারে। জেলার উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ৪ থেকে ৫ ফুট উচু ঢেউ আছরে পরছে কুয়াকাটা সহ সমুদ্র তীরে। শত শত মাছ ধরা ট্রলার নিরাপদে নোঙর করে আছে।

এসবিডি নিউজ ডেস্ক