১১ এপ্রিল রাত ১২টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক পোস্টার, ব্যানার অপসারণের নির্দেশ ইসি’র
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের পোস্টার, ব্যানার, স্টিকার ও বিলবোর্ড ১১ এপ্রিল (বুধবার) রাত ১২টার মধ্যে নিজ উদ্যোগ ও খরচে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনী প্রচারণামূলক দেয়াল লিখনও মুছে ফেলতে বলা হয়েছে। ১০ এপ্রিল (মঙ্গলবার) কমিশনের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, অপসারণ করা না হলে পরে কারও পোস্টার, ব্যানার, স্টিকার কিংবা বিলবোর্ড দেখা গেলে তা নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। বিধি অনুযায়ী এ ধরনের অপরাধে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।