নওগাঁর শ্বাসরোধ করে ডাক্তারকে হত্যা

নওগাঁর শ্বাসরোধ করে ডাক্তারকে হত্যা

আববাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কাজ শেষ করে ক্লিনিক থেকে বাড়ি ফেরার পথে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ কার্ত্তিক চন্দ্র বসাকে (৩৮) গত  ১০ এপ্রিল (মঙ্গলবার) রাতে খুন করা হয়। ১১ এপ্রিল (বুধবার) সকাল ১০ টার দিকে জেলার পত্নীতলা উপজেলার গৌড়দিঘী এলাকায় আমাইপুকুর-পত্নীতলা সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাক্তারের বাড়ি জেলার বদলগাছী উপজেলার বসাকপুর গ্রামে। তাঁর বাবার নাম লোকনাথ বসাক। তার ছোট ভাই সুব্রত বসাক জানান, ডাক্তার কার্ত্তিক চন্দ্র বসাক মঙ্গলবার বিকেলে জেলার পোরশা উপজেলা সদরের আলফা ক্লিনিকে রোগী দেখতে যান। সন্ধ্যা ৭ টার দিকে সেখান থেকে তিনি মোটর সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে মোবাইলে তাকে আর পাওয়া যায় নি। বুধবার সকালে গৌড়দিঘী এলাকার লোকজন ডাক্তার বসাকের লাশ দেখতে পেয়ে বাড়ীতে ও থানায় খবর দেয়। তিনি গত ৫ বছর যাবত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হিসেবে কর্মরত ছিলেন। পত্নীতলা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বুধবার সকালে গৌড়দিঘী এলাকার লোকজন ডাক্তার বসাকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, লাশ উদ্ধারের সময় মাথার পেছন দিকে ধারালো অস্ত্রের আঘাতের চি‎হ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে।

এসবিডি নিউজ ডেস্ক