নওগাঁয় চলছে ফেনসিডিলের জমজমাট ব্যবসা
আববাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর রাণীনগর উপজেলায় এখনও প্রকাশ্যে ফেনসিডিল ব্যবসায়ীরা সক্রিয় ভাবে ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে এই মাদক ব্যবসার উপর একটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়াই রাণীনগর থানা প্রশাসন জোর তৎপরতা চালানোর পর হাতে গোনা কয়েক জনকে আটক করলেও মুল হোতারা প্রশাসনের ধরা-ছোঁয়ার বাহিরে থেকে যায়। যার ফলে আজ অবদি তারা প্রকাশ্যে গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে বিভিন্ন পত্রিকায় মাদকের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে নাম প্রকাশে অনিচ্ছুক মাদক ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, আপনারা লেখা-লেখি করে আমাদের ব্যবসা বন্ধ করতে পারবেন না, শুধু প্রতি বোতলের জন্য একশত টাকা করে খরচ বাড়ালেন এইটুকু।
একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ছয়বাড়িয়া গ্রামের প্রসিদ্ধ ফেনসিডিল ব্যবসায়ী সাবেক ইউপি মেম্বার রতন একাধিক মাদক মামলার আসামি হলেও প্রশাসনের চোখের সামনে রাণীনগর বাজারে প্রকাশ্যে চলাফেরা করছে এবং রাণীনগরের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এখনও ফেনসিডিলের জম জমাট ব্যবসা চালিয়ে রাতারাতি লাখপতি বনে যাচ্ছে রতন।
রাণীনগর থানা প্রশাসনের একটু সর্তকতার কারণে এই সিন্ডিকেট রাণীনগরের সীমার পার্শ্ববর্তী নওগাঁ সদরের চকউজির স্কুলের বিভিন্ন স্থানে এবং চকবুলাকী গ্রামের কতিপয় ব্যক্তিদের মাধ্যমে এই ফেনসিডিল হিলি স্থলবন্দর এবং সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট ও পত্নীতলা থেকে কম মূল্যে এনে এলাকায় তার তিনগুন বেশি দামে রাণীনগর সহ বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের কাছে বিক্রয় করছে। এইসব স্থানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে স্কুল কলেজের ছাত্র ও যুবকরা এবং ক্রেতাদের পদচারনায় ফেনসিডিল খাওয়ার গুনজনে মুখরিত হয়ে ওঠে।
এলাকাবাসী সংশয় প্রকাশ করছেন যে, এভাবে যদি চলতে থাকে তাহলে ধীরে ধীরে এলাকাসহ দেশের ছাত্র ও যুব সমাজ এক সময় নেশার নীল ছোবলে নুয়ে পড়বে। আজ সোনার দেশ হারিয়ে ফেলতে বসেছে মেধাবী যুব সমাজ। বাহিরের যুব সমাজের সঙ্গে আমাদের সন্তানরাও এই নেশার নীল ছোঁবলে আক্রান্ত হয়ে পড়ছে। এথেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে না পারি তাহলে এই সোনার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে আমরা ফিরিয়ে আনতে পারবনা। এই ব্যাধি থেকে উত্তরণের জন্য জন সাধারনদের অধিক সচেতনতা থেকে শুরু করে প্রশাসনের আরও শক্তিশালী ভূমিকা কামনা করেন এলাকাবাসী।