আওয়ামী লীগ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রেখেও নিজের অধিকার আদায় করে নিতে পারে কিন্তু বিএনপি তা পারে নাঃ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আওয়ামী লীগ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রেখেও নিজের অধিকার আদায় করে নিতে পারে কিন্তু বিএনপি তা পারে না।
দেশ পরিচালনায় বিএনপির কোন ভিশন বা স্বপ্ন নেই কিন্তু আওয়ামী লীগের আছে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে যুব-সংগ্রাম পরিষদ আয়োজিত গন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নকে সামনে রেখে মহাজোট নির্বাচনী ইশতেহার প্রণয়ন করে। একই লক্ষকে সামনে রেখে তৈরী করে ভিশন ২০২১। বর্তমানে সেই কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। আগামীতে দেশ বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
মায়ানমারের সাথে সমুদ্র সীমা বিজয়ের জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০০৮ সালের নির্বাচনে জনগন আমাদের ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছিল বলেই এই বিজয় সম্ভব হয়েছে। এ বিজয়ের জন্য তিনি নৌ বাহিনী, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সমুদ্র সীমা বিজয়ের পর বিএনপির দেয়া ধন্যবাদ প্রত্যাহারকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। এসময় সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ৬ষ্ঠ পঞ্চ বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমুদ্র সম্পদ নিয়ে গবেষনার জন্য কক্সবাজারে একটি সমুদ্র গবেষনা ইন্সটিটিউট এর প্রকল্প পাশ করা হয়েছে। ইতিমধ্যে ২৮ লাখ মানুষের কর্মসংস্থান করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদের বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আমরা অভিশাপ মুক্ত করবো। যুবলীগ, যুবমৈত্রী, যুব মহিলা লীগ, বাংলাদেশ যুব আন্দোলন, জাতীয় যুব ঐক্যসহ মোট পাঁচটি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত যুব সংগ্রাম পরিষদ আয়োজিত এ গন সংবর্ধনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী। বিকাল সাড়ে ৪টায় প্রধ্নামন্ত্রী সংবর্ধনা নিতে মঞ্চে উঠলে শত শত বেলুন ও পায়রা উড়িয়ে তাকে স্বাগত জানান স্টেডিয়ামে উপস্থিত হাজারো নেতা-কর্মী। এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করা হয়। যুবলীগের চেয়ারম্যান তাকে সংবর্ধনা ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রমুখ।
এছাড়া যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, জাতীয় যুব ঐক্যের নেতা মোঃ খায়রুল আলম ও যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারসহ আয়োজক সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন। এর আগে দুপুর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে মিছিল সহকারে সংবর্ধনাস্থল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসতে থাকে যুব সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ১৪ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, আইনবিদসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ আমন্ত্রিত ছিলেন।